Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ আ.লীগকে প্রত্যাখ্যান করেছে: নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৯:৪১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২০:২৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

টাঙ্গাইল: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে। কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটা সমর্থন আছে। যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে নাই, পরিস্থিতির কারণে দল করেছে, এলাকার কারো ওপর জুলুম নির্যাতন চালায় নাই, আমি বিএনপি-জামায়াত-গণঅধিকার পরিষদ-এনসিপিসহ সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা রাজনীতি করতে চায় তাদের আমরা সব দলে জায়গা করে দেব।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের পর গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগের ভাইবোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই বিদেশে আরাম আয়েশে হাজার কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সর করছে, যারা রেললাইনে নাশকতা করার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। ৭৫ এর পরে যেমন আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল, এই ২৪ এর গণঅভ্যুত্থানের পরে ২১ নয় ৪১ বছরেও রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না। কাজেই আওয়ামী লীগের মরাগাঙ্গে নৌকা বাবার চেষ্টা করে লাভ নাই।

তিনি আরও বলেন, আমরা সকলকেই সতর্ক করে দিচ্ছি, ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে, ককটেল মারলে, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাব, এই গণঅভ্যুত্থানের জুলাই স্মৃতি স্তম্ভে সারাদেশে দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে তারা যদি এ ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদের গুলি করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর