ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনার বিচারের রায় কার্যকর করতে হলে তাকে দ্রুত ভারতের থেকে বাংলাদেশে ফেরত আনা জরুরি। জনগণ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায় এবং এই পর্যন্ত তাদের আন্দোলন থেমে থাকবে না।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলামোটরের সামনে শেখ হাসিনার বিচারের রায় কার্যকর ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিলে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ‘ভারতের দেওয়া ‘নিরাপত্তা এবং আশ্রয়’ অন্যায়ের সমতুল্য।’
তিনি আরও জানান, একজন নিরাপত্তা উপদেষ্টা ভারতের সফরে যাচ্ছেন, যেখানে সরকারিভাবে শেখ হাসিনাকে ফেরত আনার আবেদন জানানো হবে।
তিনি আওয়ামী লীগ ও ভারতকে তাদের মূল শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, যা ১৯৭২ সালের সংবিধানের ভিত্তিতে গঠিত হবে।’ একইসঙ্গে তিনি দেশের মানুষকে আহ্বান জানান, আগামী সংসদ নির্বাচনে এমন প্রতিনিধিদের ভোট দিন যারা প্রয়োজনীয় সংস্কার কার্যকর করবে এবং বর্তমান শাসন ব্যবস্থা প্রতিস্থাপন করবে।
গণমিছিলে নাসীরুদ্দীন আনন্দ-উৎসবের ঘোষণা দেন। তিনি জানান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হলে রাতব্যাপী আনন্দ উৎসব, মিষ্টি বিতরণ এবং জনসাধারণের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে বারবার উচ্চারণ করা হয়, ‘ফাঁসি হবে শেখ হাসিনার, ফাঁসি হবে।’
তিনি বলেন, ‘যারা বিচার ব্যবস্থাকে ব্যবহার করে অন্যদের হয়রানি করবে, তাদের জন্য আগের আগস্টের মতো পরিস্থিতি পুনরায় তৈরি হতে পারে।’