সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে একটি শটগান ও ২৭ রাউন্ড গুলিসহ এস এম সাইফুল ওয়াদুদ (৫১) নামে এক বনদস্যুকে আটক করেছে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের একটি দল।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন ছোট ভেটখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল ওয়াদুদ মুন্সীগঞ্জ ইউনিয়েনর জ্যোতিন্দ্রনগরের মৃত আবু বক্কর সরদারের ছেলে।
এ বিষয়ে সেনাবাহিনী প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প কর্তৃক সুন্দরবন সংলগ্ন ছোট ভেটখালি এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সিঙ্গেল ব্যারেল শটগান, ২৭ রাউন্ড শটগানের গুলি এবং অন্যান্য দ্রব্যাদিসহ একজনকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃত ব্যক্তি এবং তার সহযোগীরা দীর্ঘদিন যাবত সুন্দরবনের গভীরে ডাকাতি ও লুটতরাজের সাথে সম্পৃক্ত। এছাড়াও তার বিরুদ্ধে ২০১৭ সালের একটি অস্ত্র মামলা রয়েছে।
এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তার বাড়ি ঘেরাও করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে সে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টহলদল কর্তৃক আটক হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।