Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় উপজেলা আ.লীগ সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ২১:৩৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২২:২০

পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম

নওগাঁ: জেলার পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনোয়ারুল উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে থানায় নাশকতার একটি মামলা রয়েছে। মামলাটির তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর