ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পতিত স্বৈরশাসক, পিলখানা, শাপলা জুলাই গণহত্যাসহ অসংখ্য হত্যা গুম খুনের হোতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করে এতে দেশের জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলটির আমির আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এ মন্তব্য করেন।
তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রশিকিউশন এই বিচার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করায় জাতির পক্ষ থেকে এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। তারা অবশ্যই জনগণের পক্ষ থেকে সাধুবাদ পাবেন।’
তারা আরও বলেন, ‘যেকোনো মূল্যে এই ফ্যাসিস্ট, খুনী, দেশদ্রোহী বিশ্বাসঘাতককে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করে দেশের মানুষ ও শহিদ পরিবারগুলোর শোকে স্তব্ধ বিক্ষুব্ধ আত্নাকে শান্ত করতে হবে এবং আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।’