বরিশাল: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় রবিউল ইসলাম (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৮ জন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম আগরপুর গ্রামের মিজানুর রহমান হাওলাদার দুলালের ছেলে এবং জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান হিমু বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর ছাত্রদলের কিছু নেতাকর্মী মিষ্টি বিতরণ করছিলেন। এ নিয়ে নিজেদের মধ্যেই দ্বন্দ্বের জেরে রবিউলকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’
স্থানীয়রা জানায়, রায় ঘোষণার পর জাহাঙ্গীরনগর ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় ছাত্রদল নেতা রবিউল ইসলামের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রবিউলের ওপর হামলা চালান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে রবিউল ইসলাম নিহত হন। নিহতের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ সময় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়।