Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনার রায় ন্যায় বিচারের বিজয়: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ০০:১২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

ঢাকা: দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম, গুম-খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘ন্যায় বিচারের প্রতিষ্ঠা’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে লিখিত বিবৃতিতে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ‘ফ্যাসিবাদমুক্ত’ হওয়ার ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে ঘোষিত রায় সারা দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শতসহস্র রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ নাগরিক গুম, খুন, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সহস্রাধিক ব্যক্তি নিহত, অন্ধ, পঙ্গু বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হন। এই আত্মত্যাগের ধারাবাহিকতাতেই ‘আওয়ামী ফ্যাসিস্ট শাসনের পতন’ ঘটে।

ফখরুল বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড ঘোষণা করে ন্যায়বিচারের পথ সুগম করেছে। একইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় সহায়তার কারণে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা কমিয়ে পাঁচ বছর করা হয়েছে।

বিএনপি দাবি করেছে, এই রায় ১৬ বছরের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর কিছুটা হলেও ক্ষোভ প্রশমিত করবে এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহিদদের আত্মা শান্তি পাবে।

দলটি অন্যান্য মামলার অভিযুক্তদেরও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে। ফখরুল বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। জনগণকে সচেতন থাকতে হবে যাতে ন্যায়বিচারের এই ধারা অব্যাহত থাকে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর