রাজবাড়ী: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়াতে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে তার পদসহ দলের স্থানীয় সকল প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সই করা প্রেস রিলিজের মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করেন।
বহিষ্কারাদেশে বলা হয়, আকমল হোসেন চৌধুরী গত রোববার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত হয়ে রাজবাড়ী-১ আসনের কেন্দ্র ঘোষিত মনোনয়ন পরিবর্তন করার দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মীবৃন্দের একতায় একটি মিছিল শুরু করেন। ঐ মিছিলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেবের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ শ্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয়ভাবে শিষ্ঠাচার বহির্ভূত কর্মকাণ্ড করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। উল্লেখিত শ্লোগানের বিষয়টি সামাজিক মিডিয়ায় ভাইরাল হলে তা রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হওয়ার পর তাকে তাৎক্ষনিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু তার জবাব যুক্তিযুক্ত না হওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের স্থানীয় সকল প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রোববার বিকেলে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা। এ সময় আসলামপন্থি অনুসারী রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তৈরি হয়।