আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণজয়
১২ জুলাই ২০১৮ ২১:১২
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দেশের জন্য প্রথম সোনার পদকটি জিতে নিয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের শিক্ষার্থী আহমাদ জাওয়াদ চৌধুরী। তিনি ৪২-এর মধ্যে ৩২ নম্বর পেয়েছেন।
ইন্টারন্যাশনাল ম্যাথ অলেম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দলের উপদলনেতা মুনির হাসান সারাবাংলাকে জানিয়েছেন, এ বছর দলের তিনজন সদস্য তাহনিক নূর সামিন, জয়দিপ সাহা ও তামজিদ মুর্শেদ রুবাব পেয়েছে ব্রোঞ্জ পদক।
২০০৪ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাথ অলেম্পিয়াডের সদস্যপদ পায়। এরপর ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে অংশ নিচ্ছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। এটি বাংলাদেশের ১৪তমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ। বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ৬টি রৌপ্যপদক, ১৯টি ব্রোঞ্জপদক ও ২৫টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে।
শুক্রবার (১৩ জুলাই) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পদকজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে বলে জানান মুনির হাসান।
সারাবাংলা/এমএ/এমআই