ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর জায়গায় (কেন্দ্রে) বডি ওন ক্যামেরা দেওয়া হবে- বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে ‘অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ ও ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো (৪০ হাজার) করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে সেটা কত কমবে, যখন প্রপোজালটা আসবে, তখন জানা যাবে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, সব জায়গায় তো বডি ক্যামেরা দেওয়া সম্ভব নয়। এগুলো মনিটরিং করার ব্যাপার আছে। ছবি আসবে, অ্যাকশন নিতে হবে তো। এমতাবস্থায় বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছে। আর সেনসিটিভ জিনিসগুলো তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কিনবেন।
অর্থ উপদেষ্টা বলেন, অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে হবে, একটা স্বচ্ছ প্রক্রিয়ায় যেন প্রকিউরমেন্টটা হয়, আমরা সে বিষয়ে গুরুত্ব দিয়েছি।
কবে নাগাদ বডি ক্যামেরা কেনা হবে- জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই। হয়ত আগামী সপ্তাহেই ক্রয় প্রস্তাব নিয়ে আসবে।