Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব নিলেন চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

সারাবাংলা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫ ১৮:৪০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২১:০৩

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ থেকে বদলি হয়ে আসা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে বরণ করে নেন। এরপর তিনি দায়িত্ব গ্রহণ করে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবাগত জেলা প্রশাসক একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এছাড়া জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর আগে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে তিনি বিদায়ী জেলা প্রশাসক সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

গত ১৬ অক্টোবর সাইফুল ইসলাম চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। একমাসের মাথায় তাকে বদলি করা হয়। গতকাল (সোমবার) তিনি চট্টগ্রাম থেকে বিদায় নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর