চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলের এক কর্মী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নতুনহাট বাজারের কাছে মঈনিয়া আজিজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
আহত জাহেদ তালুকদার (৪৫) এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো পদপদবিতে নেই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে অতর্কিতে একদল দুর্বৃত্ত যুবদল কর্মী জাহেদের ডান পায়ে গুলি করেন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘জাহেদ তালুকদার নামে একজনের ডান পায়ে গুলি করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, কালু নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন মিলে তাকে গভীর রাতে আক্রমণ করে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’