Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২১:০৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২২:০০

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের নিকট পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে। নোট ভারবালের মাধ্যমে এই চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজকেই পাঠানো হতে পারে। রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু মাত্র একটি নোট ভারবালের রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন তাদের ফেরাতে আজ রাতে বা কাল সকালে এই চিঠি যাবে।

এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেয়া হয়েছিল, সেই চিঠির জবাব আসেনি। তবে এখন তো পরিস্থিতি আর এক রকম। এখন শাস্তি দেওেয়া হয়েছে। তাদের ( ভারত) সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা চিঠি দেব।

বিজ্ঞাপন

রেকর্ড লোকসান ইউনিয়ন ব্যাংকের
১৮ নভেম্বর ২০২৫ ২১:৩৪

আরো

সম্পর্কিত খবর