ফরিদপুর: ফরিদপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা বিসিকের আয়োজনে ও জেলা প্রশাসনের সহায়তায় এ মেলায় ৫৫টি স্টলে বিভিন্ন প্রকারের দেশীয় পণ্য দিয়ে সাজানো হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, বিসিকের উপমহাব্যবস্থাপক আহসান হাবীব ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল।
উদ্বোধনকালে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘এই মেলার প্রাণ হচ্ছে উদ্যোক্তারা। মেলার মাধ্যমে উদ্যোক্তাদের পণ্যের যেমন প্রসার ঘটবে, তেমনি সৃষ্টি হবে নতুন নতুন বাজার।’
তিনি বলেন, ‘এই মেলার মধ্য দিয়ে ভালো ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে। তারা অনলাইনের মাধ্যমে ব্যবসা করে নিজেরা স্বাবলম্বী হবেন। এ জাতীয় মেলার মাধ্যমে ফরিদপুরের সংস্কৃতি তুলে ধরা হবে।’
ফরিদপুর বিসিকের উপমহাবস্থাপক আহসান হাবীব বলেন, ‘বিসিক সব সময় উদ্যোক্তাদের পাশে আছে। বিসিক শিল্প ও উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি বাজার সম্প্রসারণের জন্য কাজ করে থাকে। আর তাই প্রতিবছরের মত এ বছরো মেলার আয়োজন করা হয়েছে।’