Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫ ০৮:৪০

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপকূলীয় শহর সাইদার কাছে অবস্থিত আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা একটি গাড়িতে এই ড্রোন হামলা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় ১৩ জন নিহত এবং কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেয়ি সতর্ক করে বলেছেন, লেবাননে হামাসের উপস্থিতি গড়ে তোলার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা শক্ত হাতে ব্যবস্থা নেবে।

অন্যদিকে হামাস এই ঘটনাকে ‘নিরীহ ফিলিস্তিনি জনগণ ও লেবাননের সার্বভৌমত্বের ওপর বর্বর আগ্রাসন’ বলে অভিহিত করেছে। তারা ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই।

এই হামলার আগে মঙ্গলবার লেবানন জানিয়েছিল, দক্ষিণাঞ্চলের অন্য এলাকায় ইসরায়েল দুটি গাড়ি লক্ষ্য করে হামলা করলে সেখানে দুজন নিহত হন।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল লেবাননে একাধিকবার ফিলিস্তিনি সংগঠনের নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজায় যুদ্ধ শুরুর একদিন পর থেকেই লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। তাদের অভিযোগ, হিজবুল্লাহ ক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ২৭০ জনের বেশি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর