Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারিয়ে ২ কোটির পুরস্কার পাচ্ছে বাংলাদেশ দল

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ০৯:৪২

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

অপেক্ষা ছিল ২২ বছরের। প্রায় দুই যুগ আগে শেষবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘ এই অপেক্ষার পালা ঘুচল ২০২৫ সালে এসে। এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে উচ্ছ্বাসে মেতেছে পুরো বাংলাদেশ। এই জয়ে বড় পুরস্কারও পাচ্ছেন হামজা-শমিতরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ভারত বধে ২ কোটি টাকার বিশেষ পুরস্কার পাবে পুরো দল।

এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল দুই দলেরই। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তবুও উন্মাদনার কোন কমতি ছিল না। জাতীয় স্টেডিয়াম তাই ম্যাচের আগেই ছিল কানায় কানায় পূর্ণ।

বাংলাদেশ দল হাজারো দর্শককে হতাশ করেনি। মোরসালিনের গোলে দারুণ এক জয় তুলে নিয়েছে লাল সবুজের দল। ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিশেষ এই জয়ে তাই বিশেষ পুরস্কারই পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হামজা চৌধুরীদের জন্য দিয়েছেন ২ কোটি টাকার বিশেষ পুরস্কারের ঘোষণা।

জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘উপদেষ্টা দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তার এই ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত।’

‎‎এর আগে নারী ফুটবল দলকে দুই দফায় দেড় কোটি টাকার পুরস্কার দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা পুরস্কার পান ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমারা। এবার ছেলেদের জাতীয় ফুটবল দলের জন্য দিলেন পুরস্কারের ঘোষণা।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর