ঢাকা: সব ধরনের ভিসা আবেদনকারীকে ভিসা জমা ও প্রক্রিয়াকরণে সহায়তা করার দাবি করার নামে প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।
বুধবার (১৯ নভেম্বর) জার্মান দূতাবাস এক সতর্কবার্তায় এই তথ্য জানায়। দূতাবাসের মতে, এজেন্ট ছাড়াই একজন নিজ উদ্যোগে ভিসার জন্য আবেদন করতে পারেন।
দূতাবাস বলছে, দূতাবাস কোনো ভিসা সাপোর্ট এজেন্টের সঙ্গে যুক্ত নয়। এজেন্ট ব্যবহার করা বৈধ হলেও, এটির প্রয়োজন নেই। আপনি নিজেই আবেদন করতে পারেন। সঠিক এবং আপ-টু-ডেট তথ্যের জন্য, সর্বদা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের অনুমোদিত পরিষেবা সরবরাহকারী ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট দেখুন।
দূতাবাস সতর্ক করে দিয়ে বলছে, ‘‘উচ্চ ফি’র বিনিময়ে ওয়ার্ক পারমিট বা ভিসা ডকুমেন্টের প্রতিশ্রুতি দেওয়া কাউকে বিশ্বাস করবেন না। জাল বা প্রতারণামূলক নথি জমা দেওয়ার ফলে ভিসা প্রত্যাখ্যান করা হবে এবং আপনার তথ্য আমাদের সিস্টেমে রেকর্ড করা হবে।’’