ঢাকা: ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির ধারাবাহিক সংলাপের প্রথম পর্বে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সূচনা পর্বে এ কথা বলে সিইসি। এ সংলাপে সিইসি ছাড়াও অন্যান্য কমিশনার এবং ইসি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সিইসি বলেন, একটি নির্বাচন সুষ্ঠু ও সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি। তিনি আশা প্রকাশ করেন, প্রতিটি দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের উৎসাহিত করবে যাতে তারা কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করে। সব দলের আন্তরিক সহযোগিতা নির্বাচনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ করে তোলা সম্ভব বলেও জানান সিইসি।
আর এ জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি রাজনৈতিক দলগুলোর আন্তরিক ভূমিকা কামনা করেছেন।
সিইসি আরও বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা এবং নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।
আচরণবিধি প্রতিপালনের ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনি আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।
রাজনৈতিক দলগুলোর ভূমিকার কথা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।
এদিকে সকালের সংলাপ শেষে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদের (মার্কসবাদী) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।