গাজীপুর: সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানায় লাগা আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই আগুন লাগে। পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে জয়দেবপুর, শ্রীপুরসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। টানা দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার লেলিহান শিখা উপরে উঠতে দেখা যায়। এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজিমুজ্জামান জানান, ১২টা ৫৫ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে কেরোসিনসহ কয়েলের কাঁচামাল রাখার জায়গাটি নিয়ন্ত্রণে আনা হয়। অপর পাশে একটি ফিলিং স্টেশন ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত।
তিনি আরও জানান, কারখানার সেফটি লাইসেন্স ছিল না। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বহুবার নোটিশ দিলেও সংশ্লিষ্টরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।