Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় ‘হায়াত প্লেস’ হোটেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ২০:৪৬

উত্তরায় ‘হায়াত প্লেস’ হোটেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেলস করপোরেশন দেশে তাদের প্রথম হোটেল হায়াত প্লেস ঢাকা উত্তরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

বুধবার (১৯ নভেম্বর) হোটেলটির উদ্বোধন করা হয়। ৮৫ রুমবিশিষ্ট নতুন এই হোটেলে অতিথিদের জন্য আধুনিক ও আরামদায়ক সবধরনের বিশ্বমানের সেবা-সুবিধার ব্যবস্থা থাকবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে হায়াত প্লেস ঢাকা উত্তরা অবস্থিত। হোটেলে আছে কিং, টুইন, বিমানবন্দর রানওয়ে ভিউ রুমসহ ৮৫টি অত্যাধুনিক ও সুসজ্জিত রুম। অতিথিরা ‘জিং’ রেস্তোরাঁয় সুস্বাদু সব খাবার ও ‘দ্য মার্কেটে’ মজাদার স্ন্যাকস উপভোগ করতে পারবেন। এছাড়া, সন্ধ্যাকালে ঢাকার অন্যতম সুন্দর রুফটপ স্পট ‘জিং স্কাইবার’এ বসে সূর্যাস্ত ও রানওয়ে ভিউ উপভোগ করা যাবে।

বিজ্ঞাপন

অতিথিদের জন্য হোটেলে আছে ২০০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন ডাইনিং স্পেস, আধুনিক ব্যাঙ্কুয়েট হল, মিটিং রুম ইত্যাদি। বিজনেস ট্রাভেলার, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের সাথে সংশ্লিষ্টদের জন্য এটি হতে পারে আদর্শ স্থান। পোশাক শিল্প, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্র হিসেবে ঢাকা আন্তর্জাতিকভাবে পরিচিত। তাই বিদেশি ক্রেতা, সোর্সিং এজেন্ট, কনসাল্টেন্ট, মেইনটেনেন্স টিম, এয়ারলাইন ক্রু’দের জন্যও হায়াত প্লেস ঢাকা উত্তরা এক আদর্শ নিবাসস্থল। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জোন ও আসন্ন মেট্রো সংযোগের নিকটে অবস্থানের কারণে হায়াত প্লেস ঢাকা উত্তরা বিজনেস ট্রাভেলারদের জন্য এক দুর্দান্ত গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে হায়াত প্লেস ঢাকা উত্তরা’র জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাকইনটাইর বলেন, ‘বিমানবন্দরের এত কাছাকাছি হায়াত প্লেস অবস্থিত হওয়ায় অতিথিরা সহজে এখানে যাতায়াত করতে পারবেন। বিমানবন্দর ও প্রধান শিল্পাঞ্চলের সহজ সংযোগ, আধুনিক ডিজাইন এবং আমাদের ২৪/৭ সেবার মাধ্যমে আমরা দেশি-বিদেশি অতিথিদের এক অনন্য অভিজ্ঞতা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত। উত্তরার প্রথম আন্তর্জাতিক ব্র্যান্ডেড আপস্কেল হোটেল হিসেবে হায়াত প্লেস নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আমি আশাবাদী।’

হায়াত প্লেস ঢাকা উত্তরা বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে, যা কেবল আন্তর্জাতিক অতিথিদের জন্যই নয়, বরং ঢাকার ক্রমবর্ধমান নগর করিডোরে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর