Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারিয়ে র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ০৮:০৪ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৯:২৩

৯ বছরের মধ্যে সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ

দীর্ঘ ২২ বছর পর ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেয়েছেন তারা। হামজা-শমিত-মোরসালিনদের এই জয়ের রাতে উল্লাসে ভেসেছে পুরো বাংলাদেশ। এবার এই জয়ের সুবাদে ফিফা র‍্যাংকিংয়েও বেশ এগিয়ে গেল দল।

এবারের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছেন তারা। এরপর ভারতের বিপক্ষে এসেছে ১-০ গোলের সেই দুর্দান্ত জয়।

ভারতকে হারানোর এক দিন পরেই ফিফা র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। বুধবার রাতে প্রকাশিত ফিফার সর্বশেষ হালনাগাদ করা র‍্যাংকিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে।

‎‎গত ৯ বছরের মধ্যে এটাই বাংলাদেশের সেরা অবস্থান। ২০১৬ সালের মার্চে ১৭৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। যদিও পরে কমতে কমতে সে বছরই র‍্যাংকিং ১৮৮ তে নেমে যায়।

বিজ্ঞাপন

হাভিয়ের কাবরেরার দল তিন ধাপ এগিয়েছে পয়েন্ট বৃদ্ধি পাওয়ায়। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, বর্তমানে পয়েন্ট ৯১১।‎ ‎বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮, র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ৬ ধাপ। অবস্থান এখন ১৩৬ থেকে ১৪২ নম্বরে।

ফিফা র‍্যাংকিংয়ে ১ থেকে ৪ নম্বরে কোনো পরিবর্তন নেই। শীর্ষে আছে স্পেন। এরপর আছে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। ‎তবে নভেম্বরে প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় এবং তিউনিসিয়ার সঙ্গে ড্র করায় দুই ধাপ এগিয়ে সাত থেকে পাঁচে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর