Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের টিকিট পেল যে ৪২ দেশ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ০৮:৩৬

বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ৪২ দেশ

বিশ্বকাপের বাকি আর মাত্র ৭ মাস। একদিন আগেই শেষ হয়েছে বাছাইপর্বের মূল লড়াই। দীর্ঘ এক রোমাঞ্চকর যাত্রা শেষে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ৪২টি দেশ।

দুই বছর আগে শুরু হয়েছিল ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের লড়াই। সব মহাদেশে জমজমাট এক লড়াই শেষে একের পর এক দেশ কেটেছে পরবর্তী বিশ্বকাপের টিকিট।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সবার আগে মাঠে নামা নিশ্চিত করেছিল ৩ দেশ।

বাছাইপর্বের সবচেয়ে দীর্ঘ ও জটিল লড়াইটাই হয় ইউরোপে। সেখান থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে ১২টি দেশ। এই অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন ও সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।

এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান।

ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

কনকাকাফ অঞ্চল থেকে বাছাইপর্বের শেষ দিনে বিশ্বকাপ নিশ্চিত করেছে কুরাসাও, পানামা ও হাইতি।

৪৮ দলের বিশ্বকাপে জায়গা বাকি আর মাত্র ৬টি। বিশ্বকাপের সব দল নিশ্চিত হতে সময় লাগবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। ইউরোপীয় বাছাইয়ের শেষ ধাপ এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে। ফলে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন মাস আগে পাওয়া যাবে পূর্ণাঙ্গ ৪৮ দলের তালিকা।

আগামী ১১ জুন পর্দা উঠবে এবারের ফিফা বিশ্বকাপের। বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই।

বিজ্ঞাপন

বিশ্বকাপের টিকিট পেল যে ৪২ দেশ
২০ নভেম্বর ২০২৫ ০৮:৩৬

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর