Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৫ ১৪:২৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৪:৩৬

প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

নিজের শততম টেস্ট খেলতে নেমে রেকর্ড গরা সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকের পর তিন অংক ছুঁয়েছেন লিটন দাসও। মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের সকালেই সেঞ্চুরি পেয়ে যান মুশফিক। তিন অংক ছুঁয়ে অবশ্য খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। ২১৪ বলে ১০৬ রান করে হামফ্রেইসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক।

বাংলাদেশের প্রথম হলেও বিশ্বের ৮৫তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। তবে আজ ছোট্ট একটা তালিকাতে ঢুকে গেলেন। মুশফিকের আগে মাত্র ১০জন ক্রিকেটার শততম টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। মুশফিক ১১তম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেলেন শততম টেস্টে।

বিজ্ঞাপন

মুশফিকের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটনও। ৫১ টেস্টের ক্যারিয়ারে লিটনের এটা পঞ্চম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে আজ শততম ম্যাচ খেলতে নেমেছেন লিটন। সেঞ্চুরি করে তিনিও উপলক্ষটা রাঙালেন। লিটন সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।

লিটনও নিজের ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। ১৯২ বলে ১২৮ রান করা লিটনও ফিরেছেন হামফ্রেইসের বলেই।

এরপর বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারে লড়াই করতে পেরেছেন শুধুই মেহেদি মিরাজ। ৪৭ রানে হোয়ির বলে আউট হয়েছেন মিরাজ।

বাংলাদেশের ইনিংস থামে ৪৭৬ রানে। ১০৯ রানে ৬ উইকেট নিয়ে আইরিশদের হয়ে সেরা বোলার অ্যান্ডি ম্যাকব্রাইন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর