ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগের দেওয়া রায় বাতিলের যে আদেশ দেয়া হয়েছে তা সাংবিধানিক অরাজকতার বিরুদ্ধে একটি মাইলফলক হয়ে থাকবে। এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে চমৎকার পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছিলো তা আবারো আইনগত মর্যাদায় পুনর্বহাল হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই রায়কে স্বাগত জানাচ্ছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউনুস আহমাদ আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদ আদালতের ওপরে বন্দুক রেখে দেশে সাংবিধানিক ও আইনী অরাজকতা প্রতিষ্ঠা করেছিল। আইন-আদালতের যথেচ্ছা ব্যবহারের এমন নোংরা ও বিধ্বংশী ব্যবহার আধুনিক রাষ্ট্রব্যবস্থায় বিরল। কিন্তু ফ্যাসিবাদ তার বহুমাত্রিক অপশক্তি ব্যবহার করে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিকভাবেই ক্ষতিগ্রস্ত করেছে। আজকের রায়ে এর এক ধরণের প্রতিকার হবে।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জুলাই জাতীয় সনদে যে প্রস্তাব করা হয়েছে তা হ্যাঁ ভোটে জয়যুক্ত হলে আগামীর বাংলাদেশে আর কেউ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ছিনিমিনি করতে পারবে না। এই ব্যবস্থা আগামীর বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরে একটি শান্তিপূর্ণ ব্যবস্থা নির্মাণ করবে ইনশাআল্লাহ।