Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তত্ত্বাবধায়ক সরকারের রায়কে স্বাগত জানালেন আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৬:৪৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়ে আগামী নির্বাচন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে কেয়ারটেকার সরকারের ধারণা কার্যকর হবে এবং নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতেই আজ থেকেই তাদের কেয়ারটেকার মডেলে কাজ করা উচিত।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আজকে বোধহয় একটা রায় হয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, প্রাণ দিয়েছি। হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছে, ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে কেয়ারটেকার সরকার থাকলে আমরা এ অবস্থায় থাকতাম না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বড় কোনো সিদ্ধান্ত না নিয়ে পুরো মনোযোগ নির্বাচনে দিতে হবে এবং কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে হবে।’

তিনি অভিযোগ করেন, দেশের সবকিছু ধ্বংসের পেছনে অনির্বাচিত সরকারের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার অনির্বাচিত সরকার দেশকে কোথায় নিয়ে গেছে তা জনগণ দেখেছে। গত ১৪–১৫ মাস ধরেও অনির্বাচিত সরকার চলছে। কেয়ারটেকার সরকার পুনর্বহাল হওয়ায় বিএনপির দীর্ঘ আন্দোলনের ফল মিলেছে।

বিএনপি নেতার বক্তব্যে জবাবদিহিতা, সহনশীলতা ও রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। তিনি বলেন, ‘যেই গণতন্ত্রের কথা বলছি, সেখানে জবাবদিহিতা না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একে অপরের মতকে সম্মান জানাতে হবে।’

বিএনপি এখন জনগণকে যুক্ত করতে প্রশ্নোত্তর পর্ব চালু করেছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের জনগণের প্রশ্নের জবাব দিতে হবে এটাই প্রকৃত রাজনৈতিক চর্চা।

আগামী নির্বাচনকে ঘিরে বাধা-বিপত্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে বলে দাবি করে তিনি বলেন, ‘বিএনপি ধৈর্যের সঙ্গে এগোচ্ছে। সমুদ্রে ঝড় তুফান আসলেও যেভাবে বিজ্ঞ নাবিক জাহাজ চালান, তারেক রহমানের নেতৃত্বে আমরা সেভাবেই এগোচ্ছি।’

তিনি বলেন, দেশের বর্তমান নিম্নগামী পরিস্থিতির কারণ নির্বাচিত সরকার না থাকা। সেই কারণেই আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা গেলে দেশে স্থিতিশীলতা ও সহনশীলতা ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে কী করবে তা উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, শিক্ষায় বড় সংস্কার, স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষা, আঠারো মাসে ১ কোটি কর্মসংস্থান এবং অর্থনীতিকে গণতান্ত্রিক করার নতুন মডেল বাস্তবায়ন করা হবে। আমরা বড় পিকচার দেখছি। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষই সবচেয়ে বড় বিষয়। তাদের ভবিষ্যতই আমাদের লক্ষ্য।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর