Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৮:৪৪

ঘটনাস্থল।

নীলফামারী: নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মার্জিয়া আক্তার (১০) নামে এক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা সদরের মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে ও শহরের মমতাজ মেমোরিয়াল বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ক্লাসপার্টিতে অংশ নেয় মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে চাচা হাসু শাহের সঙ্গে বাড়ি ফেরার পথে মডেল মসজিদের সামনে তার পানির পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দূরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে রেখে কাছের হোটেল থেকে পানি আনতে যান চাচা। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো মোটরসাইকেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মার্জিয়া।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর