পিরোজপুর: ভক্তি, সুর ও আচার-অনুষ্ঠানের মনোমুগ্ধকর সমন্বয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী হরি-গুরুচাদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা আয়োজিত হরিনামযজ্ঞ ও নবান্ন উৎসব।
বুধবার (১৯ নভেম্বর) রাতে শিমুলবাগের শহিদ মনীন্দ্রনাথ হালদার সড়ক উৎসবমুখর হয়ে ওঠে ভক্ত-অনুরাগীদের ঢলে।
উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে শুভাশীষ বাণী দেন শ্রী শ্রী হরি-গুরুচাদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি, শ্রীধাম ওড়াকান্দির সভাপতি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। উৎসবের উদ্বোধন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মতুয়ামাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ধর্মীয় উপদেশ ও মতুয়ার দর্শন নিয়ে মূল্যবান বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শ্রী শিশির কুমার বড়াল।
ধর্মীয় এই মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, খুমরিয়া সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার মজুমদার এবং মিশনের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুপতি হালদার চঞ্চল।
হরিনামযজ্ঞ ও নবান্ন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী নির্মল কুমার চট্টোপাধ্যায় এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার মজুমদার।
আয়োজকরা জানান, মানবকল্যাণ, সমতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই উৎসব প্রতিবছরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত হয়।