Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় তিতুমীর কলেজে ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

তিতুমীর কলেজ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৫ ১৯:৫৭

সরকারি তিতুমীর কলেজে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য। মেশিন থেকে শিক্ষার্থীরা বাজারমূল্যের তুলনায় কম দামে ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের তৃতীয় তলার কমনরুমে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ, শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ভেন্ডিং মেশিন স্থাপনের বিষয়ে নোবেল ইসলাম সূর্য বলেন, তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীদের সুবিধার্থে অ্যাকাডেমিক এলাকায় এই প্রথম ভেন্ডিং মেশিন স্থাপন করা হলো। কলেজের প্রতিটি ভবনে একটি করে মেশিন স্থাপনের পরিকল্পনা আছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এসব প্রয়োজন মেটাতে ততটা আন্তরিক নয়, তাই নিজেদের উদ্যোগে এই কার্যক্রম শুরু করেছি। শিক্ষার্থীদের জন্য এ ধরনের সেবামূলক কাজ আগেও করেছি, ভবিষ্যতেও করে যাব।

ছাত্রদল নেতা আরও বলেন, এক বছর ধরে আমরা শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজ নারী শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন স্থাপন করা হলো।

তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ক্যাম্পাসে নারীর জন্য স্বাস্থ্য–বান্ধব পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি। শুধু মেশিন স্থাপন নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সচলতা নিশ্চিত করার দিকেও নজর দেওয়ার তাগিদ দেন তারা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে নারী শিক্ষার্থীরা জরুরি সময়ে ক্যাম্পাসের বাইরে না গিয়েই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। সূর্যকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর