Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ২০:৫৪

ময়মনসিংহ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেইটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফিয়ার বাড়ির লোকজন জানায়, অগ্নিকাণ্ডের পর বাসায় থাকা লোকজন আগুন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জুলকারনাইন বলেন, ‘ঘটনা টের পাওয়ায় কোনো বড় অঘটন ঘটেনি। তবে তারা আতংকে আছেন। ঘটনার সময় তারা ৪-৫ জন বাসায় ছিলেন।’

বিজ্ঞাপন

এ বিষয়ে কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর