ঢাকা: বৈশ্বিক প্রযুক্তি উদ্ভাবক অপো তাদের ফ্ল্যাগশিপ রেনো১৪ এফ ফাইভজির জন্য নতুন ও পরিমার্জিত মূল্য ঘোষণা করেছে। এখন রেনো১৪ এফ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি) মাত্র ৩৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে। ডিভাইসটি ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কনটেন্ট নির্মাতা ও স্টোরিটেলারদের জন্য নিয়ে আসা রেনো১৪ এফ ফাইভজি যুগান্তকারী এআই প্রযুক্তিকে একত্রিত করেছে। এই ফোনে এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যা সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশেও নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার জন্য বিশেষভাবে তৈরি। ডিভাইসটিতে একটি ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ যুক্ত করা হয়েছে, যা এর আগের ফোনের তুলনায় দ্বিগুণ আলো সরবরাহ করে। এটি আবছা আলোর অনুষ্ঠান বা সন্ধ্যার সিটিস্কেপ যাই হোক না কেন, প্রতিটি মুহূর্তের স্বতঃস্ফূর্ত ছবি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে রয়েছে এআই এডিটর ২.০, যা ব্যবহারকারীদের পেশাদার-মানের পোস্ট-প্রোডাকশন সক্ষমতা প্রদান করে। এর এআই রিকম্পোজের মতো টুল বুদ্ধিমত্তার সাথে ত্রুটি সংশোধন করে, এআই পারফেক্ট শট স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ ফটোতে চোখ বন্ধ হয়ে যাওয়া ঠিক করে দেয়; অন্যদিকে, এআই স্টাইল ট্রান্সফার তাৎক্ষণিকভাবে একটি ছবির স্টাইল অন্য ছবিতে প্রয়োগ করে; যা যেকোনো ছবিকে অনায়াসে দৃষ্টিনন্দন কনটেন্টে পরিণত করে।
প্রতিষ্ঠানটি জানায়, ডিভাইসটিতে আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সহ ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি নিয়ে আসা হয়েছে। সমুদ্রের ধারে, সুইমিং পুলে বা বর্ষায়, যেকোনো অবস্থাতেই ব্যবহারকারীরা এখন নিখুঁত ও অসাধারণ ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইমেজিং সক্ষমতার পাশাপাশি, রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং এবং নিরবচ্ছিন্ন গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এর প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লের সাথে মারমেইড-অনুপ্রাণিত ডিজাইন একত্রিত হয়ে এটিকে আরও নান্দনিক করে তোলে। একইসাথে, এতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ড স্পেসের মতো ইন্টেগ্রেটেড এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করবে।