গত কয়েক বছরে বিশ্বকাপসহ বড় বেশ কয়েকটি সিরিজে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছেন তিনি। এবার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেজেও দেখা যাবে বাংলাদেশি আম্পায়ার শরফুদৌলা সৈকতকে। এবারের অ্যাশেজে দুটি ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি।
পার্থে আজ শুরু হয়েছে অ্যাশেজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই লড়াইয়ে বারবারই শোনা যাবে সৈকতের কন্ঠ। সৈকত এই টেস্টে থাকবেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে আছেন আদ্রিয়ান হোল্ডস্টক ও নিতিন মেনন। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শন ক্রেইগ। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলে।
ব্রিসবেনের দ্বিতীয় টেস্টে সৈকত থাকবেন মাঠে। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে আদ্রিয়ান হোল্ডস্টকের সঙ্গী হবেন তিনি। এছাড়া নিতিন মেনন দায়িত্ব পালন করবেন তৃতীয় আম্পায়ারের। ফিল গিলেস্পি থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।
সিরিজের শেষ ৩ ম্যাচে আর কোন দায়িত্বে দেখা যাবে না সৈকতকে।