Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভূত হয়নি: পরিবেশ উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৩:৫১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান – ছবি : সংগৃহীত

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত পাঁচ বছরে এর মতো তীব্র ভূমিকম্প বাংলাদেশে অনুভূত হয়নি।

এটিকে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা উল্লেখ করে তিনি বলেন, এখনই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত হতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, গত পাঁচ বছরে এত জোরে, এত শক্তিশালী ভূমিকম্প আমরা অনুভব করিনি। এটি আমাদের জন্য বারবার সতর্ক বার্তা। এটাকে আমলে নিয়ে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে ঢাকা শহরে খোলা জায়গার অভাব বড় ঝুঁকি।

তিনি বলেন, বর্তমানে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা হলেও পুরোনো ভবনগুলোর অধিকাংশই ঝুঁকিপূর্ণ। আগে যেসব ভবন হয়েছে, সেগুলোর নব্বই শতাংশই ভূমিকম্প-সহনীয় নয়। তাই এখন থেকে নতুন করে কোনো জলাশয় ভরাট বা পাহাড় কাটার অনুমতি দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

দুর্যোগ মোকাবিলায় তিন বছরের পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প— দুই ঝুঁকি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জরুরি।

প্রসঙ্গত, সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫, কেন্দ্রস্থল ছিল ঘোড়াশাল এলাকার নিকটবর্তী স্থানে।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্কে অনেকেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। ২৬ সেকেন্ড স্থায়ী এই কম্পন সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় আসে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর