ঢাকা: ভূমিকম্পের ঘটনায় নরসিংদীর সদর গাবতলি এলাকায় বাড়ির সানশেড ভেঙ্গে পড়ায় ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা দেলোয়ার হোসেন উজ্জলও গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১নবেম্বর) দুপুর সোয়া ১টার দিকে স্বজনরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভূমিকম্পের ঘটনা বাবা ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। বাবা আশংকজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।
হাসপাতালে উপস্থিত নিহত ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্পের সময় নিহত শিশুর বাবা দেলোয়ার হোসেন ওমরসহ তার তিন ছেলে-মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এ সময় বাড়ির সানশেড ভেঙ্গে তাদের উপড় পড়লে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদেরকে নরসিংদি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন। অপর দুই মেয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে।
তিনি আরও জানান, দেলোয়ার হোসেন-এর বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় উত্তর পাড়া গ্রামে। বর্তমানে নরসিংদী গাবতলী এলাকায় তিনি ভাড়া থাকেন।