Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে সারাদেশে শিশুসহ নিহত ৮, আহত দেড় শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৮:০৩

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে শিশুসহ নিহত ৮ জন নিহত হয়েছেন। এরমধ্যে বংশালের আরমানিটোলায় ৩ জন, নরসিংদীতে ৩ জন এবং নারায়ণগঞ্জে ২ জন নিহত হয়েছেন। এছাড়া, সারাদেশে ভূমিকম্পে অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড। আর এর প্রভাবে সকালে থেকে সন্ধা পর্যন্ত এই হতাহতের খবর পাওয়া গেছে।

ঢাকার বংশালে নিহত তিন

ভূমিকম্পে রাজধানীর বংশালের আরমানিটোলায় কোশাইতলীতে ৫তলা ভবনের রেলিং পরে শিশু ও শিক্ষার্থীসহ ৩ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে ৩ জন নিহত

ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী সদর উপজেলার মাধবদীতে। ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে মাটির দেওয়াল ধসে নিচে চাপা পরে ষাটোর্ধ কাজম আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এছাড়া, সদর উপজেলা গাবতলী এলাকায় একতলা ভবনের সিলিং ধ্বসে নিহত হয় ওমর আলী (১০) নামের এক শিশু। এসময় তার বাবা ও বোন হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর বাবা দেলোয়ার হোসেন মারা যান। সেইসঙ্গে ভূমিকম্পের প্রভাবে নরসিংদীতে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমিকম্পে নরসিংদীতে ভবন ধ্বসের ঘটনা না থাকলে ছোট ছোট বহু ভবনে ফাটল দেখা দিয়েছে এবং বহু ভবন ও বাড়ি-ঘরের আসবাপত্রসহ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া জেলার বিভিন্ন স্থানের ভবন থেকে নামার সময় আহত অন্তত শতাধিত নারী-পুরুষ শিশু নরসিংদী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে দেয়াল ধসে নারী নিহত

ভূমিকম্পে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ভয়াবহ দেওয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই বাড়ির একটি পুরোনো দেয়াল ধসে পড়লে মা–মেয়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

অন্যদিকে, একই উপজেলার গোলাকান্দাইল ইসলামবাগ এলাকায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেওয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ইউরোপিয়ান ইএমএসসি বলছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর