Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৮:১৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়া ও নানা দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি ও সমবেদনা জানান।

তারেক রহমান বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে উঁচুতল ভবন ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৬ জনের মৃত্যুর পাশাপাশি দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রবল ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি জানাই সংহতি ও সহানুভূতি।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগাম সতর্কতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ সবসময়ই দুর্যোগ মোকাবিলায় দৃঢ়তা দেখিয়েছে। এবারের ভয়াবহ পরিস্থিতিও তারা কাটিয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে উল্লেখ করে তারেক রহমান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। তিনি মহান আল্লাহর রহমত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর