বগুড়া: ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী বগুড়ার রাফিউল ইসলাম (২০)।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর বংশালে ভূমিকম্পে নিহত তিন জনের মধ্যে একজন তিনি।
নিহত রাফিউল ইসলাম বগুড়া শহরের গোহাইল রোডের সূত্রাপুর এলাকার ওসমান গনির ছেলে। তারা দুই ভাই-বোন। রাফিউলের বাবা দিনাজপুরে চাকরি করেন। হলে সিট পেলেও মা ও বোনের সঙ্গে বংশালের বাসায় থাকতেন তারা।
জানা যায়, শুক্রবার সকালে মা নুসরাত বেগমের সঙ্গে মহিষের মাংস কিনতে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম। সকাল ১০টা ৩৮ মিনিটের সময় রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে একটি ভবনের নিচতলায় মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের ওপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে।
এ ঘটনায় গুরুতর আহত হন রাফিউল ও তার মা নুসরাত। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে রাফিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মা নুসরাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাফিউলের স্বজনরা জানান, রাফিউল তার মায়ের সঙ্গে বাজার করতে গিয়েছিল। সকালে ফেসবুক গ্রুপে দেখলাম। রাফিউলের একটা ছবি দেওয়া। মুখ থেকে রক্ত বের হচ্ছে। এসে দেখি, সে আর নেই। রাফিউল খুবই শান্তশিষ্ট ছিল। তার মারা যাওয়ার ঘটনা আমরা কোনোভাবেই মানতে পারছি না।