আন্তর্জাতিক বিরতি শেষে আবার ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। বছরের শেষ প্রান্তে এসে শিরোপা লড়াইয়ে কোমর বেঁধেই মাঠে নামছে বার্সেলোনা। তবে আগামী এক মাসে জটিল এক সূচির ফাঁদে পড়ে বেশ বিপাকেই আছে হ্যান্সি ফ্লিকের দল।
লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে; তিন প্রতিযোগিতা মিলিয়ে বড়দিনের আগে আগামী ২৯ দিনে বার্সাকে খেলতে হবে ৯টি ম্যাচ! সময়ের হিসেব করলে প্রতি ম্যাচের পর মাত্র ৩ দিন বিশ্রাম পাবেন ফুটবলাররা।
আজ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ দুই বছর পর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সা। এই প্রত্যাবর্তন ম্যাচে অবশ্য মাত্র ৪৫ হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
বিলবাও ম্যাচের পরপরই বার্সার গন্তব্য লন্ডন। ২৬ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে চেলসির মুখোমুখি হবে বার্সেলোনা। ২৯ নভেম্বর লা লিগার ম্যাচে বার্সার প্রতিপক্ষ আলাভেস।
২ ডিসেম্বর লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ৬ ডিসেম্বর লা লিগায় রিয়াল বেটিসের মাঠে খেলতে যাবে বার্সা।
৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সার প্রতিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ১৩ ডিসেম্বর লা লিগায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে কাতালানরা।
১৫ ডিসেম্বর কোপা ডেল রের ম্যাচে মাঠে নামবে বার্সা। এই ম্যাচে বার্সার প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। ২১ ডিসেম্বর লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে লড়বে বার্সা।
ইনজুরিতে জর্জরিত বার্সা গত দুই মাস ধরেই ভুগছে ফুটবলার সংকটে। জটিল এই সূচি দলের ফুটবলারদের ওপর কেমন প্রভাব ফেলবে, সে নিয়েই দুশ্চিন্তায় বার্সা সমর্থকরা।