Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে নিহত বাবা-ছেলেসহ ৫ জনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১১:০৮

নিহতদের জানাজা পড়ানো হচ্ছে।

নরসিংদী: ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে ছাদের কার্নিশ ধসে নিহত বাবা-ছেলেসহ মোট ৫ জনের জানাজা সম্পন্ন হয়েছে। এরমধ্যে, ৩ জনের জানাজা শেষে রাতেই দাফন করা হয়েছে। আর বাবা-ছেলের প্রথম জানাজা শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এর আগে, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ভূমিকম্পের সময় ছাদের কার্ণিশ ধসে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায় সদরের গাবতলি এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৭) ও তার ছেলে হাফেজ মো. ওমর (১০)। এছাড়া, আলী ভূইয়া (৭৫) ও নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর এলাকার ফোরকান মিয়া (৪৫) মারা যায় যথাক্রমে মাটির দেয়াল ধ্বসে, আতংকে স্ট্রোক করে ও গাছ থেকে পড়ে ।

বিজ্ঞাপন

প্রাকৃতিক দুর্যোগে নিহতের ঘটনা ঘটায় মরদেহের ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার সন্ধ্যার পর নিহত কাজেম আলী, নাসির উদ্দিন ও ফোরকান মিয়ার জানাজা শেষে দাফন সম্পন্ন হয় নিজ এলাকাতেই। অপরদিকে রাত সাড়ে ১২টার দিকে নরসিংদীর গাবতলীতে প্রথম জানাজা শেষে বাবা-ছেলের মরদেহ নিয়ে যাওয়া হয় তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। সেখানে আজ দ্বিতীয় জানাজা শেষে দাফনের কথা রয়েছে।

নরসিংদীতে অনুষ্ঠিত জানাজায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো সামুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, এলাকাবাসী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এদিকে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউজসহ শতাধিক ভবনে ফাটলের পাশাপাশি ৫ জন নিহতসহ বহু আহতের কথা জানিয়েছেন তারা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
২২ নভেম্বর ২০২৫ ১০:০৭

আরো

সম্পর্কিত খবর