Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলি হামলায় নিহত ৬৭ শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৫ ১১:৫৭

ইসরায়েলি হামলায় আহত শিশুরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত এক মাসে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

শুক্রবার (২১ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, এসব হামলার সবই ঘটছে একটি সম্মত যুদ্ধবিরতির সময়। পরিস্থিতি সত্যিই ভয়াবহ। ১১ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম পূর্ণ দিনের পর থেকেই এ মৃত্যুঘটনাগুলো ঘটছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু ২০২৩ সালের অক্টোবর থেকে শিশুদের ওপর নির্যাতন সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। ইউনিসেফের হিসাব অনুযায়ী, এ সময় থেকে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে ইসরায়েলি হামলায়।

বিজ্ঞাপন

এ সপ্তাহে সেভ দ্য চিলড্রেন জানায়, ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ৪৭৫ ফিলিস্তিনি শিশু আজীবন বিকলাঙ্গতা নিয়ে বেঁচে থাকতে বাধ্য হয়েছে; যাদের অনেকেই মস্তিষ্কে আঘাত, গুরুতর পোড়া ও অঙ্গহানির শিকার।

চিকিৎসা সহায়তাসংস্থা এমএসএফ (ডক্টরস উইদাউট বর্ডারস) জানায়, তাদের দল গাজায় ইসরায়েলি হামলায় খোলা হাড় ভাঙা, মাথা ও অঙ্গে গুলিবিদ্ধ নারী ও শিশুদের চিকিৎসা দিয়েছে।

ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গাজার মানুষ এখনও ত্রাণ, খাবার ও শীতবস্ত্রের তীব্র সংকটে আছে। ইউনিসেফের মুখপাত্র পিরেস বলেন, ‘গাজার শিশুদের জন্য কোনো নিরাপদ স্থান নেই; তাদের দুর্ভোগকে স্বাভাবিক করে তোলা চলতে পারে না।’

বিজ্ঞাপন

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
২২ নভেম্বর ২০২৫ ১০:০৭

আরো

সম্পর্কিত খবর