Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও ১-এর জামায়াত প্রার্থী দেলাওয়ারের মোটরসাইকেল শোডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১২:০৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৩:৩৯

জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের মোটরসাইকেল শো-ডাউন।

ঠাকুরগাঁও: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্রশিবিরের ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে একটি বিশাল মোটরসাইকেল শো-ডাউন শুরু হয়ে সংসদীয় আসনের পৌরশহরের পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নারগুন, বেগুনবাড়ী, মোহাম্মদপুর, রহিমানপুর, রাজাগাঁও, রুহিয়া ইউনিয়নহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হবে।

মোটরসাইকেল শো-ডাউনে অংশনেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, জামায়াতের জেলা সেক্রেটারী আলমীর হোসেন, জামায়াত নেতা শামীম হোসেনসহ প্রায় ২০ হাজার নেতাকর্মী, সমর্থক অংশনেয় আর প্রায় ১০ হাজার মোটরসাইকেল অংশ নেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ
১০ জানুয়ারি ২০২৬ ১৩:৫৯

আরো

সম্পর্কিত খবর