নিজের শততম টেস্ট খেলতে নেমে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে রেকর্ড গড়ে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তিন অংক না ছুঁতে পারলেও হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। আর এতেই অনন্য এক রেকর্ডে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের পাশে বসলেন মুশফিক। পন্টিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম টেস্টে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পার করলেন মুশফিক।
আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে মুশফিক করেছিলেন ১০৬ রান। ক্রিকেট ইতিহাসের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে আজ মুশফিক অপরাজিত ছিলেন ৫৩ রানে। অন্য প্রান্তে মোমিনুল ফিরলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিকের তাই আর এই ইনিংসেও সেঞ্চুরি করার সুযোগ হয়ে ওঠেনি।
২০০৬ সালে রিকি পন্টিং নিজের ১০০তম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। প্রথম ইনিংসে করেছিলেন ১২০, দ্বিতীয় ইনিংসে তার রান ছিল ১৪৩। পন্টিংয়ের পর শততম টেস্টে দুই ইনিংসেই ফিফটি ছোঁয়া দ্বিতীয় ক্রিকেটার হলেন মুশফিক।
দুই ইনিংস মিলিয়ে পন্টিংয়ের ২৬৩ রানও শততম টেস্টে রেকর্ড। এরপরেই আছেন ইংল্যান্ডের জো রুট, নিজের ১০০তম টেস্টে তিনি দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ২৫৮ রান। মুশফিক দুই ইনিংস মিলিয়ে করেছেন ১৫৯ রান।