আগামী টি-২০ বিশ্বকাপে কোন ২০ দেশ অংশ নেবে, সেটা চূড়ান্ত হয়েছিল আগেই। এবার জানা গেল, বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হতে পারে। আনুষ্ঠানিক না হলেও ক্রিকবাজ আজ প্রকাশ করেছে আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বের বিস্তারিত।
ভারত ও শ্রীলংকার মাটিতে হতে যাওয়া আসন্ন টি-২০ বিশ্বকাপে থাকবে ৪টি গ্রুপ। প্রতিটি গ্রুপে খেলবে ৫টি করে দল।
এই বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ সিতে। গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা ইতালি।
গ্রুপ ‘এ’তে আছে আসরের প্রধান স্বাগতিক দেশ ভারত। গ্রুপে আছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। এবারও তাই গ্রুপ পর্বেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
গ্রুপ ‘বি’তে আছে আরেক স্বাগতিক শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান। গ্রুপ ডিতে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত, কানাডা।
প্রতি গ্রুপ থেকে ২টি করে দেশ যাবে সুপার এইটে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের টি-২০ বিশ্বকাপ।