তাদের ‘বাজবল’ স্টাইল ক্রিকেট রীতিমতো কাঁপুনি ধরিয়ে দেয় প্রতিপক্ষের মনে। ইংল্যান্ডকে এবার তাদের বাজবল স্টাইলেই কুপোকাত করল অস্ট্রেলিয়া। পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে মিচেল স্টার্কের রেকর্ড গড়া বোলিং ও ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরিতে মাত্র দুই দিনের মাথায় জয় পেয়েছে অজিরা। পার্থ টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
পার্থ টেস্টের প্রথম তিন ইনিংসেই ছিল বোলারদের দাপট। প্রথম দিনে পড়েছিল ১৯ উইকেট। ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড অলআউট হয়েছিল ১৭২ রানে। নিজেদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি অজিরা। তারা প্রথম দিনের শেষে গিয়ে হারায় ৯ উইকেট।
দ্বিতীয় দিনের শুরুতেই ১৩২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড লিড পায় ৪০ রানের। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ ইংল্যান্ড। দেড় সেশনের মধ্যেই ১৬৪ রানে অলআউট হয় ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে তাদের লিড দাঁড়ায় ২০৪ রান।
২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাজবল স্টাইলে খেলেছে অজিরা। বিশেষ করে হেডের অবিশ্বাস্য এক ইনিংসে পাত্তাই পায়নি ইংল্যান্ড। মাত্র ৬৯ বলেই তিন অংক ছুঁয়েছেন হেড। অ্যাশেজের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
হেডের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের শেষভাগে এসেই আত্র ২৯ ওভারের মধ্যেই ৮ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ৪ ডিসেম্বর ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।