বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষ এবং পথশিশুদের নিয়ে ফল উৎসব করেছে সামাজিক সংগঠন ‘রক্তস্পন্দন’। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টায় ঢাকার দক্ষিণখান এলাকায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এই মানবিক উৎসবের আয়োজন করা হয়। একইসঙ্গে তাদের চিকিৎসার খোঁজখবরও নেওয়া হয়।
উৎসবের তত্ত্বাবধান করেন রক্তস্পন্দন-এর চিফ কো-অর্ডিনেটর এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। এতে নেতৃত্ব দেন রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন, রক্তস্পন্দনের সদস্য ডা. এ. কে. এম. মোস্তাফিজুর রহমান ইসমাম প্রমুখ।
রক্তস্পন্দনের চীফ কো-অর্ডিনেটর ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রক্তস্পন্দনের উদ্যোগ সত্যিই মানবিক। পরিবার থেকে দূরে থাকা এসব মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই আজকের এই আয়োজন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন বলেন, এ ধরনের মানবিক উদ্যোগের অনুপ্রেরণার মূল উৎস তারেক রহমান। তার নেতৃত্বে একদিন বাংলাদেশ পরিণত হবে প্রকৃত অর্থেই মানবিক বাংলাদেশে।
রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. এম. এ. তাইফুল হক বলেন, রক্তস্পন্দনের সূচনা হয়েছিল তারেক রহমানের প্রেরণায়। তার ৬১তম জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজন ছাড়াও ভবিষ্যতে আরও অনেক মানবিক ও বিজ্ঞানসম্মত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানের পুরো সময়জুড়ে উপস্থিত সবাই ছিলেন অত্যন্ত উচ্ছ্বসিত এবং রক্তস্পন্দনের এমন মহৎ উদ্যোগের আন্তরিক প্রশংসা করেন তারা।