Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যাদের অর্ডারে একসময় ফাঁসি হয়েছে, আজ তাদের ফাঁসি হতে যাচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৬:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৭:২৯

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগহীত

চট্টগ্রাম ব্যুরো: দেশে একসময় যাদের অর্ডারে মানুষের ফাঁসি হয়েছে, আজ অন্যদের অর্ডারে তাদের ফাঁসি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনীতে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘জীবন সংক্ষিপ্ত। মানুষ বেশিদিন বাঁচে না। দেখতে দেখতে সময় শেষ। ক্ষমতা, টাকা-পয়সা, ধন-দৌলত কোনোকিছুই স্থায়ী নয়। এদেশে একসময় যাদের অর্ডারে মানুষের ফাঁসি হয়েছে, আজ অন্যদের অর্ডারে তাদের ফাঁসি হতে যাচ্ছে। এ কারণে সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে, তাকে নারাজ করা যাবে না।’

বিজ্ঞাপন

জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে ওলামা-মাশায়েখদের সম্পর্ক থাকতে হবে। তাদের দেখভাল করতে হবে, খোঁজখবর নিতে হবে। এর মধ্য দিয়ে আলেমদের রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। যতদিন আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবে না, ততদিন দেশে শান্তি-সুখ আসতে পারে না।’

আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, ‘আমাদের প্রত্যেকেরই দোষ আছে। আমরা নিজের দোষ নিজে দেখি না, পরের দোষ খুঁজে বেড়াই। আমি যদি কাউকে সম্মান করি তাহলে আমিও তার কাছ থেকে সম্মান পাব। আর আমি যদি কাউকে বেইজ্জতি করি, তাহলে আল্লাহ আমাকে বেইজ্জত করে দিবেন।’

মাদরাসার মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষাসচিব মুফতি কিফায়াতুল্লাহ বক্তব্য দেন।

দুই দিনব্যাপী এ বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে গত হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর