Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসলাম চৌধুরীর মনোনয়ন দাবিতে ৪০ কিমি মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২০:১০

আসলাম চৌধুরীর মনোনয়ন দাবিতে ৪০ কিমি মানববন্ধন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম- ৪ (সীতাকুণ্ড ও নগরীর একাংশ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবিতে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে নগরীর অলঙ্কার মোড় থেকে সীতাকুণ্ডের বড় দারোগাহাট পর্যন্ত এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধনে অংশ নেন আসলাম চৌধুরীর হাজারো অনুসারী নেতাকর্মী ও সমর্থক।

মানবন্ধনে বক্তারা বলেন, সীতাকুণ্ডের রাজনীতিতে বিএনপির দুর্দিনে আসলাম চৌধুরীই ছিলেন। টানা প্রায় নয় বছর কারাভোগ করেও তিনি কখনো দলের বা তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা থেকে পিছিয়ে যাননি। কারাজীবনেও তিনি নেতাকর্মীদের আইনি সহায়তা, আর্থিক সহযোগিতা এবং পারিবারিক খোঁজখবর নিয়েছেন। দলের সংকটকালে ত্যাগ স্বীকারকারী নেতাকে উপেক্ষা করা মানে তৃণমূলের মনোবল ভেঙে দেওয়া। ফ্যাসিস্ট সরকারের চাপের মুখে আন্দোলন দুর্বল হওয়ার সময় আসলাম চৌধুরী রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কর্মীদের সাহস জুগিয়েছেন। ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কেউ আর জীবন ঝুঁকিতে রাজপথে নামতে চাইবে না।

বিজ্ঞাপন

ঘোষিত প্রার্থী বদল করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তারা।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। এতে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণা করা হয়। সেই থেকে আসলাম চৌধুরীর সমর্থকরা কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করে আসছে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর