Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ২০:২২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১১:০৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত নাহিদা আক্তার (২৭) সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা জাহাঙ্গীর আলম চৌধুরী সারাবাংলাকে জানান, ডেঙ্গু রোগের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন। তবে ডেঙ্গুর পাশাপাশি তার যকৃতেও জটিলতা ছিল।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৪ জনের মৃত্যু হল।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩০৮ জন। গতবছর ডেঙ্গু আক্রান্ত ছিলেন মোট ৪ হাজার ৩২৩ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর