পিরোজপুর: সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নির্বাচন, তথ্যের স্বচ্ছতা এবং নাগরিক অংশগ্রহণ—এই তিনটি বিষয়কেই গণতান্ত্রিক উত্তরণের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে বক্তারা নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা, ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ এবং নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম শেখ সঞ্চালনা করেন।
অতিথি হিসেবে বক্তব্য দেন সুজনের সাবেক জেলা সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর সেখ সাইদুর রহমান, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, আফতাব উদ্দিন কলেজের গভর্নিং বডির সভাপতি সাইদুল ইসলাম কিসমত, গ্রীন ফোর্স জেলা সভাপতি মইনুল আহসান মুন্না, ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, খালেদা আক্তার হেনাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সচেতন নাগরিক, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। মোট ৮০ জন অংশগ্রহণকারী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সুজন নেতারা নাগরিক সমাজ, প্রশাসন, রাজনৈতিক দল ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতায় শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।