ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রোববারের (২৩ নভেম্বর) সব ক্লাস, পরীক্ষা ও শিক্ষার্থী পরিবহণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য জানান, ‘ভূমিকম্পজনিত আতঙ্ক ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জকসুর স্বাভাবিক নির্বাচন কার্যক্রম যথারীতি চলবে।’
পরিবহণ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. তারিক বিন আতিক বলেন, ‘অনিবার্য কারণবশত আগামীকাল রোববার শিক্ষার্থীদের সব পরিবহণ সার্ভিস বন্ধ থাকবে। তবে শিক্ষক-কর্মকর্তাদের গাড়ি যথারীতি চলবে।’
রোববার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকলেও প্রশাসনিক কার্যক্রম আংশিকভাবে সচল থাকবে বলে জানানো হয়েছে।