Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখন দুর্নীতি হয় কিপটো কারেন্সিতে: এনায়েত উল্লাহ আব্বাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ২১:৫৬

কুমিল্লায় দোয়া মাহফিলে ড. সাইয়্যেদ এনায়েত উল্লাহ আব্বাসী। ছবি: সংগৃহীত

কুমিল্লা: তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির জৈনপুরের পীর ড. সাইয়্যেদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৬ বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে দুর্নীতি করেছে। গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে। এখন যারা আছে তারা হাড্ডি চাটছে। আগে দুর্নীতি হতো বস্তা ভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে কিপটো কারেন্সিতে।

শনিবার (২২ নভেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার সোন্দ্রম গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে উপলক্ষ্যে সুস্থতা ও কল্যাণ কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক একেএম লুৎফুর রহমান রিপন।

বিজ্ঞাপন

এতে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা-কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন

জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
২২ নভেম্বর ২০২৫ ২১:৫০

আরো

সম্পর্কিত খবর